শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ , ভোর ০৪:২৬


বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

রিপোর্টার :
প্রকাশ : বুধবার , ১ মার্চ ২০২৩ , রাত ০৯:৪৮
প্রিন্ট ভিউ

মো:আরিফ সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুর সরিষাবাড়ী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে গতকাল ০১-০৩-২০২৩ ইং তারিখে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানআয়োজন করা হয়। বাঘমারা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠার শুরু থেকে শুনামের সাথে পাঠদান পরিচালনা করে আসছে।তারধারাবাহিকতায় আজ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক আনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অত্র পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানেউপস্থিত ছিলেন বাঘমারা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সুনাম ধন্য ব্যবসায়ী জনাব মো: রাজু আহম্মেদ এবং প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন মো:আবু তাহের(অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যান ১নং সাতপোয়া ইউনিয়ন পরিষদ)।অনুষ্ঠানেআরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষ মো: সুলতান মাহমুদ  এবং সম্মানিত শিক্ষ/শিক্ষিকা বৃন্দ।প্রধান অতিথিমো:আবু তাহের (চেয়ারম্যান)তার বক্তব্যে বলেন,বাঘমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার মাধ্যমে দেশের সু-নাগরিকহিসেবে গড়ে তোলা তার বক্তব্যে অভিভাবকদের উদেশ্যে বলেন,আপনাদের সন্তানদের কে ছোট থেকেই নৈতিকতার শিক্ষা দিবেনতা হলে বড়    হয়ে সে আর সামাজিক অপকর্মে জড়াবেনা এই বলে তার বক্তব্য শেষ করেন।পরে অনুষ্ঠানে অংশ গ্রহন কারিদেরমধ্যে পুরস্কার ও খাবার প্রধানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।