শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ , ভোর ০৪:২৬


বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির ৫৫তম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার :
প্রকাশ : বুধবার , ১ মার্চ ২০২৩ , রাত ০৯:৪৬
প্রিন্ট ভিউ

তৌহিদুল ইসলাম সরকার,স্টাফ রিপোর্টারঃ

নান্দাইলে বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির ৫৫তম ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত  ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন‌ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাইদুল ইসলাম অসাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন সহ আওয়ামী লীগের অপরাপর নেতৃবৃন্দ।

১লা মার্চ (বুধবার) সকাল ১০ ঘঠিকায় সভাপতি: অতিথিবৃন্দের আসন গ্রহন এবং কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয়।

পরে জাতীয় ও  ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। বিদ্যালয়ের বয়েজ স্কাউট ও গার্লস গাইড কতৃক কুচকাওয়াজ প্রদর্শন এবং অতিথিবৃন্দকে সালাম প্রদর্শন করা হয়। পরে সভাপতি মহোদয়ের সাগত ভাষন এবং প্রধান অতিথি কতৃক উদ্ভোদন করা হয়।

বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির প্রধান শিক্ষক সুলতান আহম্মদ উক্ত ক্রীড়াপ্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন।