শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ , ভোর ০৪:২৬


মোংলায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রিপোর্টার :
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , দুপুর ০১:১১
প্রিন্ট ভিউ

মোংলা প্রতিনিধি 


মোংলায় ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগি বিজয়দের মাঝে পুরস্কার ও এডুকেশন হাইজেনিক কিট বিতরণ করেন করা হয়েছে।


বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা অফিসার ক্লাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার'র সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার বিজয়দের মাঝে প্রধান অতিথি

বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুর নাহার এমপি উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।


এসময় অন্যন্যদের মাঝে সহকারী কমিশনার ভূমি হাবিবুর রহমান মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এ , আনোয়ার-উল-কুদ্দুসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন (একক দ্বৈত) ও অ্যাথলেটিক্স ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা