তৌহিদুল ইসলাম সরকার,স্টাফ রিপোর্টার:
নান্দাইল উপজেলার সিংরাইল ইউনিয়নের দিলালপুর উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা (রবিবার) ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নান্দাইলে আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি।
এ সময় সাথে ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান, হাসান মাহমুদ জুয়েল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, জেলা পরিষদ সদস্য ও নান্দাইল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক বাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ৮নং সিংরইল ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সভাপতি, স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষক মন্ডলী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।