শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ , ভোর ০৪:২৫


মেসি-নেইমার-এমবাপ্পে ছাড়া পিএসজির জয়

রিপোর্টার :
প্রকাশ : শনিবার , ৭ জানুয়ারী ২০২৩ , দুপুর ১২:৩৬
প্রিন্ট ভিউ

লিওনেল মেসি-নেইমার ও কিলিয়ান এমবাপ্পে ছাড়া মাঠে নেমেছিল পিএসজি। তবে ফ্রেঞ্চ কাপে শাতোরুর বিপক্ষে ৩-১ গোলে জিতলেও ক্রিস্তফ গালতিয়েরের শিষ্যদের শেষ দিক পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এ জয়ে অবশ্য কাপের ‘রাউন্ড অব ৩২’–এ উঠেছে ফ্রান্সের শীর্ষ দলটি।

যদিও পিএসজি কোচ এ ম্যাচের জন্য আগেই তারুণ্যনির্ভর দল খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। যেখানে বিশ্রাম দেওয়া হয়েছিল দলের সেরা তিন তারকাকে।

খেলার ১৩ মিনিটেই ঘারবির কাছ থেকে বল পেয়ে পিএসজিকে এগিয়ে দেন উগো একিতিক। তবে ৩৭তম মিনিটে সেই গোল শোধ করে দেয় শাতোরু। জটলার ভেতর থেকে নেওয়া শাতোরু ফরোয়ার্ড নাতানায়েল এনতোলার শট ছিল পোস্টের মাঝবরাবর। প্রতিহত করার মতো জায়গায় ছিলেন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাসও। তবে সামনে থাকা বিতশিয়াইবুর পায়ে লেগে দিক পাল্টে বল চলে যায় জালে। দুই দল বিরতিতে যায় ১-১ সমতায়।

বিরতির পর অবশেষে পিএসজির স্বস্তির গোলটি আসে ৭৮তম মিনিটে। একিতিকের হেড আটকে দিয়েছিলেন শাতোরু গোলরক্ষক পল দেলেক্রস। তবে হাতে জমাতে পারেননি। সামনে থাকা কার্লোস সোলের কাছ থেকে বল জালে জড়িয়ে দেন। পরে যোগ করা সময়ে পিএসজিকে তৃতীয় গোলটি এনে দেন হুয়ান রার্নাট।