বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। এরই লক্ষ্যে আজ বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগটির ২০২৩ মৌসুমের টাইটেল স্পন্সর ঘোষণা হয়েছে। একই সঙ্গে ৭ দলের অধিনায়ক নিয়ে আসরটির ট্রফি উন্মোচন করা হয়।
এবারের বিপিএলের টাইটেল স্পন্সর ইস্পাহানি, পাওয়ার্ড বাই মিনিস্টার গ্রুপ। মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে এই ঘোষণা দেওয়া হয়।
বিপিএলের উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলবে সিলেট সিক্সার্সের বিপক্ষে। আর দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে রংপুর রাইডার্সের।