ময়মনসিংহে সাংবাদিক খুন, গ্রেফতার -১
প্রসাদ দাস : রামদা দিয়ে কুপিয়ে প্রকাশ্যে প্রবীণ সাংবাদিক স্বপন ভদ্রকে খুন করেছে কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের গড ফাদার বলে খ্যাত দুজন ও অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। আজ ১২ অক্টোবর সকাল সাড়ে এগারোটায় তাঁর ময়মনসিংহ শহরতলি শম্ভূগঞ্জস্থ বাসার সামনে এ হত্যাকান্ড সংঘটিত হয়।
স্থানীয় সাংবাদিকরা উক্ত ন্যাক্কারজনক হত্যাকান্ডে তীব্র ক্ষোভ,নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।নিহত সাংবাদিক স্বপন ভদ্র দীর্ঘ চার দশকের অধিক সময় ধরে ময়মনসিংহের বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে কাজ করে আসছিলেন।
একজন প্রতিবাদী মাদকবিরোধী চারণ সাংবাদিক হিসেবে এলাকায় তার সুনাম রয়েছে।বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় কতক মাদক ব্যবসায়ী চক্রের সাথে তার মতবিরোধ চলছিলো বলে পারিবারিক সূত্রে প্রকাশ। এদিকে ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে সাগর(২০) নামে একজন খুনিকে গ্রেফতার করেছে।
এ নারকীয় হত্যাকান্ডে জড়িত কুশিলব সহ পলাতক সকল খুনিদের অনতিবিলম্বে গ্রেফতার করে সাংবাদিক হত্যার দৃষ্টান্তমুলক বিচার দাবী ময়মনসিংহের সকল সাংবাদিক সমাজ সহ সকলের।