ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার এজহার দায়ের
অনলাইন নিউজ ডেস্ক :
এজহারকারী তাহিয়াতুল হাবিব মৃদুল বলেন, লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন তাপসী তাবাসসুম ঊর্মি, তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কিছু এলোমেলো বক্তব্য দিয়েছেন। যেটা উনি করতে পারেন না।
তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারীদের বিরুদ্ধে তিনি বিরূপ মন্তব্য করেছেন। এ ব্যাপারে রাষ্ট্রদ্রোহিতা এবং মানহানির বিরুদ্ধে এজহার দায়ের করেছি। দেশের একজন সচেতন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি এ কাজটি করেছি।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের জানান,সচেতন নাগরিক হিসেবে তাহিয়াতুল হাবিব মৃদুল বিতর্কিত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।