ময়মনসিংহে ডিবির অভিযানে বাজারে অর্ন্তঘাত মূলক কর্মকান্ড করার সময় হাতে নাতে গ্রেফতার ০৬
প্রসাদ দাস :
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অফিসার-ইনচার্জ মোঃ সহিদুল ইসলাম পিপিএম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন মেছুয়া বাজার এলাকায় সবজি বাজারে মোঃ আওয়াল মিয়া এর কাঁচামালের আঁড়ৎ ঘরের সামনে ফাঁকা জায়গায় হইতে গত ০৭ অক্টোব বাজারে নৈরাজ্য সৃষ্টিকরার জন্য দেশীয় অস্ত্র ০২টি শাবল ও ০৩টি লোহার রড নিয়ে অবস্থানকালে মোঃ আওয়াল মিয়া (৫২), পিতা-মোঃ জাবেদ আলী, সাং-চরকালিবাড়ী ৩২নং ওয়ার্ড, মোঃ মশিউর রহমান ওরফে রানা (৪৪), পিতা-আঃ মান্নান, সাং-৯৯ চরপাড়া হার্ডফাউন্ডেশন রোড, মোঃ হুমায়ুন কবির (৪০), পিতা-মোঃ তাঁরা মিয়া, সাং-৫৯/বি বাঘমারা ১৭নং ওয়ার্ড, মোঃ মুকুল ওরফে কালা মিয়া (৫০), পিতা-মৃত পাষান আলী, সাং-বাদেকল্পা পূর্ব পাড়া (পাষান আলী মার্কেট), মোঃ বাকি বিল্লাহ ওরফে মিনহাজ আকন্দ (৩০), পিতা-মোঃ গোলাম মোস্তফা, সাং-মুদারপুর আকন্দ পাড়া, মোঃ কামাল হোসেন (৪৮), পিতা-মৃত আলী হোসেন, সাং-টি/৩৮ মালগুদাম রোড, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন। ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।