সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও সোমনূর মনির কোনাল। তারা দুজনই উঠে এসেছেন ‘চ্যানেল আই : সেরাকণ্ঠ’ প্রতিযোগিতা থেকে। দুজনই একসঙ্গে সেই প্রতিযোগিতার বিচারকের আসনে বসেছিলেন। আবার দুজনই একই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
ইমরান ও কোনাল এর আগেও কিছু গানে দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন। এবার তারা গাইলেন আরেকটি নতুন গান। এটি মূলত শোয়েবুর রহমান রাসেল পরিচালিত একটি সিনেমায় ব্যবহার করা হবে। কথা লিখেছেন জাহিদ আকবর। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।
সম্প্রতি ইমরানের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ২০২৩ সালে এটিই হতে যাচ্ছে ইমরান ও কোনালের প্রথম প্লেব্যাক। কোনাল নিজেই বিষয়টি জানিয়েছেন।
গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই গায়িকা। বললেন, ‘চলতি বছরই এটিই আমার প্রথম প্লেব্যাক। গানটি ইমরানের সঙ্গে হওয়ায় আরও ভালো লাগছে। সে খুব ভালো সুর ও সংগীতায়োজন করেছে। আশাকরি শ্রোতারা পছন্দ করবেন।’