
সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও সোমনূর মনির কোনাল। তারা দুজনই উঠে এসেছেন ‘চ্যানেল আই : সেরাকণ্ঠ’ প্রতিযোগিতা থেকে। দুজনই একসঙ্গে সেই প্রতিযোগিতার বিচারকের আসনে বসেছিলেন। আবার দুজনই একই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।ইমরান ও কোনাল এর আগেও কিছু গানে দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন। এবার তারা গাইলেন আরেকটি নতুন গান। এটি মূলত শোয়েবুর রহমান রাসেল পরিচালিত একটি সিনেমায় ব্যবহার করা হবে। কথা লিখেছেন জাহিদ আকবর। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।সম্প্রতি ইমরানের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ২০২৩ সালে এটিই হতে যাচ্ছে ইমরান ও কোনালের প্রথম প্লেব্যাক। কোনাল নিজেই বিষয়টি জানিয়েছেন।গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই গায়িকা। বললেন, ‘চলতি বছরই এটিই আমার প্রথম প্লেব্যাক। গানটি ইমরানের সঙ্গে হওয়ায় আরও ভালো লাগছে। সে খুব ভালো সুর ও সংগীতায়োজন করেছে। আশাকরি শ্রোতারা পছন্দ করবেন।’