বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। এখন পদচারণা তার রাজনীতির মাঠেও। রাজনৈতিক বক্তব্য দিয়ে প্রায়ই থাকছেন আলোচনা। ঘরে নতুন সদস্য আসছে বলেও জানিয়েছেন। সব মিলিয়ে তার সময়টা এখন বেশ অনুকূলে বইছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে তার নতুন ভিডিও।
হঠাৎ কোলে নবজাতক নিয়ে হাজির হয়েছেন ক্যামেরায়। শিশু কোলে মাহির এই ছবি দেখে অবাক নেটিজেনরা। সেদিন-ই তো নতুন অতিথি আসার সুখবর জানালেন নায়িকা। এতো অল্প সময়ে বাচ্চা এলো কোত্থেকে। এ ভাইরাল ভিডিও ভাবাচ্ছেও ভক্তদের।