শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ , ভোর ০৪:৩৭


নতুন গান নিয়ে এলেন মনির খান

রিপোর্টার :
প্রকাশ : রবিবার , ৮ জানুয়ারী ২০২৩ , সকাল ০৬:৪২
প্রিন্ট ভিউ

সম্প্রতি প্রকাশ পেয়েছে জনপ্রিয় গায়ক মনির খানের গাওয়া নতুন গান। যার শিরোনাম ‘গার্মেন্টসের চাকরিটা মা ছেড়ে দিতে চাই’। গানটির কথা লিখেছেন রিপন মাহমুদ। সুর ও সংগীতায়োজন করেছেন রোহান রাজ৷

গানটি প্রসঙ্গে গীতিকার রিপন মাহমুদ বলেন, ‘কিছু গান জীবনের কথা বলে, কিছু গান লেখা হয় চোখের জলে, এ গানটিও তেমনি কিছু চোখের জলেই লেখা। যদিও গান পুরোপুরি বাস্তব নয়, চিত্রকল্পও বটে। আশাকরি গানটি সবার ভালো লাগবে।

ইউটিউবে জে প্রডাক্টস মিউজিক চ্যানেল থেকে ভিডিও আকারে গানটি প্রকাশ করা হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন ফিরোজ সরকার। ভিডিওতে অভিনয় করেছেন আলভি মামুন, হাসি মুন, সুমন ঢালী, জামিম হোসেন, জামিম ও রতন।