শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ , ভোর ০৪:৩৭


‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে দুশ্চিন্তায় ঘুমাতে পারতেন না করণ

রিপোর্টার :
প্রকাশ : রবিবার , ৮ জানুয়ারী ২০২৩ , সকাল ০৬:৩৮
প্রিন্ট ভিউ

করোনা মহামারির চেয়েও বড় ধাক্কা বলিউডের জন্য বয়কট ট্রেন্ড। ২০২২ সালে একে একে প্রায় সবগুলো হিন্দি ছবিকেই বয়কটের মুখে পড়তে হয়েছিল। অনেক বড় বড় প্রোডাকশন হাউস বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়েছে। তাই নিজের ছবির ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ধর্মা প্রোডাকশনের কর্ণধার করণ জোহর।

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটির বাজেট ছিল ৪০০ কোটি রুপি। বয়কটের হিড়িকে এত বিশাল বাজেটের ছবি আদৌ লগ্নি ফেরত আনতে পারবে কিনা তা নিয়ে ব্যাপক সন্দিহান ছিলেন প্রযোজক করণ। এতটাই দুশ্চিন্তা তাকে পেয়ে বসেছিল যে রাতের ঘুম উড়ে গিয়েছিল। ঘুমানোর জন্য প্রতি রাতে নিয়ম করে ওষুধ খেতে হতো তাকে। সম্প্রতি সে কথাই জানিয়েছেন ধর্মা প্রোডাকশনের কর্ণধার।

এক সাক্ষাৎকারে করণ জোহর বলেন, ‘ব্রহ্মাস্ত্র মু্ক্তির আগে নিদ্রাহীন রাত কাটাতাম। আসলে বিশাল বড় ঝুঁকি নিয়েছিলাম। এত বড় মাপের একটা ছবি বানানো পাগালামোর থেকে কম কিছু নয়। প্রতি রাতে ওষুধ খেয়ে ঘুমোতে যেতাম। ভীতি থেকেই মনের মধ্যে মারাত্মক চাপ তৈরি হয়েছিল।’

প্রসঙ্গত, করণের সঙ্গে অয়নের দীর্ঘদিনের সম্পর্ক। ‘ওয়েক আপ সিড’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো বক্স অফিস কাঁপানো ছবির পরিচালক তিনি। সব কিছু ঠিক থাকলে আগামী বছর আসবে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু’।