প্রকাশিত : বুধবার , ২ অক্টোবর ২০২৪ , সকাল ০৯:৪৯।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ , ভোর ০৪:৪০

কবিতা- "পবিত্রতাই সৌন্দর্য্য" কবি- মোঃ সেলিম হোসেন


রিপোর্টার : কবি মো. সেলিম হোসেন :
পবিত্রতাই সৌন্দর্য্য মোঃ সেলিম হোসেন রমণী তোর সৌন্দর্য্যের মূলনয়ন কাড়া দীঘল কেশ,রূপ লাবণ্যের আধার কেশেপ্রকাশ করে নারীর বেশ।দীঘল কালো লম্বা কেশেউকুন যদি করে বাস,চতুর্দিকে কিল বিলিয়ে করে রূপের সর্বানাশ।বেহাল করে কেশের দশাউষ্কখুষ্ক করে দেয়, যন্ত্রণাতে কাজে কর্মেরমনযোগ সে কেড়ে নেয়। রূপ লাবণ্য ঠিক রাখা আরকাজে কর্মে রাখতে মন,উকুন মুক্ত থাকতে কেশে করতে হবে ঠিক যতন।কেশের মতো সুন্দর করে রাখতে হবে চরিত্র, তবেই তুমি পরিচয়ে রবে সদাই পবিত্র।