প্রকাশিত : বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ , দুপুর ০১:০৫।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ , রাত ১০:৪৩

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া


রিপোর্টার : উপসম্পাদকীয় :
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ বুধবার সন্ধ্যায় তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন।খালেদা জিয়ার বাসায় ফেরার পর তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের দীর্ঘ সময় বিমানে চড়ার ‘নেগেটিভ প্রেশার’ (নেতিবাচক চাপ) সহ্য করার মতো শারীরিক অবস্থা এখনো হয়নি। তবে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বাইরে নিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দুটি হাসপাতালে যোগাযোগ রেখে মেডিকেল বোর্ডের সদস্যরা প্রস্তুতি রাখছেন।