প্রকাশিত : শনিবার , ১৫ এপ্রিল ২০২৩ , ভোর ০৪:৪৪।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ , রাত ১০:৩২

মোংলায় সাবেক ভাইস চেয়ারম্যানের উদ্যোগে দরিদ্র ও অসহায় ছাত্রদের ঈদের নতুন পোষাক বিতরণ



কাজী ওমর ফারুক,মোংলা মোংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও "দারুল আরকাম বাংলাদেশ" (ট্রাস্ট) এর চেয়ারম্যান অধ্যাপক মোঃ কোহিনূর সরদারের উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর ২০২৩ উপলক্ষ্যে মোংলা ও রামপালের ৬ টি মাদ্রাসার ১৭৩ জন দরিদ্র ও অসহায় ছাত্রের মাঝে জামা,পা জামা,জুতা ও টুপি সম্বলিত নতুন পোষাক বিতরণ সম্পন্ন হয়েছে। গত কাল শুক্র বার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই কার্যক্রম চলে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিললেন রামপালের "ফকির মুমিনুদ্দীন ফাউন্ডেশন" এর চেয়ারম্যান মাওলানা গোলাম মাওলা ও দারুল আরকাম বাংলাদেশ (ট্রাস্টে) এর পরিচালক জনাব এম এ ফয়সাল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ঢাকাস্থ জনৈক আবিদের আর্থিক সহায়তায় প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষ্যে এই বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবার তার নবম বর্ষ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গোলাম মাওলা বলেন"সমাজের প্রত্যেক বিত্তবানকে এভাবে গরীব ও অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে।