প্রকাশিত : শনিবার , ৭ জানুয়ারী ২০২৩ , দুপুর ১২:৩৮।। প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ , সন্ধ্যা ০৭:২১

রোনালদোকে বরণ করে নিল আল নাসেরে, খেলতে চান পরের ম্যাচেই



ক্রিশ্চিয়ানো রোনালদো আনুষ্ঠানিকভাবে বরণ করে নিল সৌদি আরবের ক্লাব আল নাসেরে। মঙ্গলবার রাতে রোনালদোকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় ক্লাবটি।ক্লাবটির মাঠ মরসুল পার্কে এদিন ২৫ হাজার দর্শকের উপস্থিতিতে ভক্তরা তাল মিলিয়ে ‘রোনালদো, রোনালদো’ ধ্বনি তুলে তাকে বরণ করে নিয়েছেন।এদিন ছাই রংয়ের স্যুটের সঙ্গে হালকা নীল রংয়ের টাই পরে সংবাদ সম্মেলনে এসেছিলেন রোনালদো। তার বয়স যে ৩৭ বছর দেখে বোঝা কষ্ট। মনে হচ্ছিল, সেই তারুন্যদীপ্ত রোনালদো।সংবাদ সম্মেলনে রোনালদো ঘোষণা করেন, ‘ইউরোপে আমার অভিযান শেষ। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায় সব ক্লাবেই খেলেছি। এখানে ভালো লাগছে। সৌদি আরবের মানুষ চমৎকার।’রোনালদো আরও বলেন, ‘ইউরোপে অনেক সুযোগ পেয়েছি। ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং পর্তুগাল থেকেও ডাক পেয়েছি। তবে আমার জন্য এটি এক বড় সুযোগ। কোচ চাইলে (ক্লাবের) আমি পরের ম্যাচেই মাঠে নামতে প্রস্তুত।’পাঁচবার ব্যালন ডি’অরজয়ী ও পাঁচবার চ্যাম্পিয়নস লিগজয়ী রোনালদো কিছুদিন আগে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন। ক্লাবটির জার্সি হাতে আগেই আনুষ্ঠানিকভাবে সেখানে যোগ দেওয়ার ছবি প্রকাশ করেছিলেন রোনালদো।