প্রকাশিত : শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩ , দুপুর ১২:৫১।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ , রাত ১০:২৯

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ফেরেনি স্বস্তি।



নিজস্ব প্রতিবেদক:নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এখনও ফেরেনি স্বস্তি। মুরগি, আদা, রসুনসহ বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামে।শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এই দৃশ্য দেখা যায়।এখনেও বাজারভেদে ব্রয়লার মুগরি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজিতে। সোনালী মুরগির দাম ৩৪০ টাকা কেজি। এদিকে, রাজধানীর বিভিন্ন বাজার থেকে উধাও চিনি। খুচরা বিক্রেতারা বলছেন, বাড়তি দামে চিনি কিনে লাভ করতে পারছেন না তারা। এক সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে সবজির দাম। তবুও ফুলকপি ছাড়া বেশিরভাগ সবজির দাম ৫০ টাকার উপরে। সেই সঙ্গে এখনেও অস্থিতিশীল আদা ও রসুনের বাজার।