গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড.রেজা কিবরিয়াকে অভিসংশন করা হয়েছে।শনিবার(১ জুলাই)দুপুরে অনুষ্ঠিত এক বৈঠকে তাকে অভিসংশন করা হয়।সংগঠনটির গণমাধ্যম সমন্বয়ক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্ববায়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
আবু হানিফ বলেন,গণঅধিকার পরিষদের আজকের জরুরি মিটিংয়ে দলের দুই তৃতীয়াংশের মতামতের ভিত্তিতে ড.রেজা কিবরিয়াকে ইমপিচমেন্ট(অভিসংশন)করা হয়েছে।
এর আগে শনিবার সকাল ১১টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে একটি জরুরি সভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত হননি ড.রেজা কিবরিয়া।এই সভাতেই তাকে অভিসংশন করা হয়।
তবে সভা শুরুর আগেই সেখানে না যাওয়ার ঘোষণা দেন ড.রেজা কিবরিয়া।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান,বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও নেতা-কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি সভায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন,‘গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে পূর্বঘোষিত বিশেষ জরুরি সভা শনিবার(১ জুলাই)সকাল ১১টায় গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।আমি নিজেও সভায় উপস্থিত হওয়ার জন্য রওনা দিয়েছিলাম।বিভিন্ন সোর্স থেকে জানতে পারলাম যে,ভিপি নুর একই সময়ে আরও তিনটি সভা ডেকেছেন।আমি আরও জানতে পারলাম,কেন্দ্রীয় কমিটির সভায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সারা দেশ থেকে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও বহিরাগত লোক এনে কার্যালয়ের আশেপাশে জড়ো করেছেন।’
রেজা কিবরিয়া আরও বলেন,‘কার্যালয়ের ল্যান্ড ওনার্স আমাকে রাতে অবগত করেছেন— বিশৃঙ্খলা এড়াতে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন।এব ঘটনা স্পষ্টতই একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির উদ্দেশ্য মনে হওয়ায়—নেতাকর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমি রাস্তা থেকে ব্যাক করে চলে আসি।এমতাবস্থায় সভার কোরাম পূর্ণ হলে সভাটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন করার আহ্বান করছি।’