শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ , ভোর ০৪:২৯


মোংলা পৌর মহিলা দলের কমিটি গঠন

রিপোর্টার :
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১৫ জুন ২০২৩ , দুপুর ১২:২২
প্রিন্ট ভিউ
মোংলা প্রতিনিধি
 

মোংলা পৌর মহিলা দলের ৫৩ বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়েছে। বাগেরহাট জেলা মহিলা দলের সভানেত্রী শাহিদা বেগম ও সাধারন সম্পাদিকা নারগিস আক্তার  ইভা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৪ জুন বুধবার বিকালে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মোংলা পৌর সভার  সাবেক  কাউন্সিলর মোসাঃ কমলা বেগমকে সভানেত্রী, এবং সাবেক  কাউন্সিলর মোসাঃ লিলি বেগমকে সিঃ সহ- সভানেত্রী ও সাবেক কাউন্সিলার  মোসাঃ আয়শা বেগমকে সাধারন সম্পাদিকা, এবং মিসেস বেবি রহমানকে যুগ্ন সম্পাদিকা ও মোসাঃ ফাতেমা বেগমকে সাংগঠিনিক সম্পাদিকা করে সর্বমোট ৫৩ জনের নাম ঘোষনা করা হয়েছে।

নবনিযুক্ত কমিটির সভানেত্রী কমলা বেগম ও সাধারণ সম্পাদিকা আয়শা বেগম বলেন দীর্ঘ দিন রাজপথে থেকে মানুষের গনতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। এবং আগামী দিনগুলোতে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে সাধারণ মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে যাবো। সভানেত্রী ধন্যবাদ জানাই কেন্দ্রীয় সভানেত্রী ও সাধারণ সম্পাদিকাকে আরো ধন্যবাদ জানাই জেলার সভানেত্রী ও সাধারণ সম্পাদিকাকে, কৃতজ্ঞতা প্রকাশ করেন যাদের কারণে এত সুন্দর একটা  সুশৃংখল কমিটি হয়েছে।