ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, মুসলিমদের শত্রু অভিন্ন এবং ইসরায়েলে চালানো ইরানের হামলা ছিল 'ন্যূনতম শাস্তি'। প্রায় পাঁচ বছর পর জুমার নামাজের ইমামতি এবং খুতবায় দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জুমার নামাজে অংশ নেন তিনি।
এটি ২০২০ সালের পর ইরানের সর্বোচ্চ নেতার প্রথম কোনো জনসমাগমে দেওয়া ভাষণ।
এতে তিনি বিশ্বব্যাপী মুসলিমদের ঐক্যের ওপর জোর দেন। ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআনের নীতির ওপর ভিত্তি করে এই ঐক্য গড়ার কথা বলেন তিনি।